ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

‘প্রোলিংক ফটো অনিক্স’ দুর থেকেই তুলবে সেলফি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০১৪ ০ বার পড়া হয়েছে

স্মার্টফোন, ট্যাব ব্যবহারকারীরা অনেকেই এখন সেলফি তুলতে অভ্যস্ত।selfi

যে কাজটি এখন তারা আরো সহজ ও সাচ্ছন্দ্যে করতে পারবে।ট্যাব ও স্মার্টফান থেকে সেলফি ও উইফি তোলার জন্য অভিনব স্মার্টফোন ক্যামেরা রিমোট দেশের বাজারে এসেছে। প্রযুক্তিপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কম্পিউার সোর্স সেলফিপ্রেমীদের জন্য পণ্যটি পরিবেশন করছে।

 

‘প্রোলিংক ফটো অনিক্স’ ডিভাইসটি ব্লু-টুথ-৪ এর মাধ্যমে আইওএস ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনকে যুক্ত করে ৩০ মিটার দূরত্বের মধ্যে সেলফি ও উইফি তুলতে সক্ষম।

 
মাত্র এক ক্লিকেই ৮টি ডিভাইসের সঙ্গে এটি সংযুক্ত করে ইচ্ছেমতো সেলফি তোলার কাজ করতে পারবে ব্যবহারকারীরা।

 

এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ প্রোলিংক ফটো অনিক্সের দাম পড়বে এক হাজার ২০০ টাকা।

 
স: ইএইচ

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘প্রোলিংক ফটো অনিক্স’ দুর থেকেই তুলবে সেলফি

আপডেট সময় : ০২:২০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০১৪

স্মার্টফোন, ট্যাব ব্যবহারকারীরা অনেকেই এখন সেলফি তুলতে অভ্যস্ত।selfi

যে কাজটি এখন তারা আরো সহজ ও সাচ্ছন্দ্যে করতে পারবে।ট্যাব ও স্মার্টফান থেকে সেলফি ও উইফি তোলার জন্য অভিনব স্মার্টফোন ক্যামেরা রিমোট দেশের বাজারে এসেছে। প্রযুক্তিপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কম্পিউার সোর্স সেলফিপ্রেমীদের জন্য পণ্যটি পরিবেশন করছে।

 

‘প্রোলিংক ফটো অনিক্স’ ডিভাইসটি ব্লু-টুথ-৪ এর মাধ্যমে আইওএস ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনকে যুক্ত করে ৩০ মিটার দূরত্বের মধ্যে সেলফি ও উইফি তুলতে সক্ষম।

 
মাত্র এক ক্লিকেই ৮টি ডিভাইসের সঙ্গে এটি সংযুক্ত করে ইচ্ছেমতো সেলফি তোলার কাজ করতে পারবে ব্যবহারকারীরা।

 

এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ প্রোলিংক ফটো অনিক্সের দাম পড়বে এক হাজার ২০০ টাকা।

 
স: ইএইচ