ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে ৭ লাখ টাকার বই প্রদান

_DSC0002

ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফ দেওয়ান ব্যক্তিগত উদ্যোগে কম্পিউটার বিজ্ঞান, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশসহ বিভিন্ন বিষয়ের ১০২টি বই ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারকে প্রদান করেছেন। আজ সোমবার উপাচার্য দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক ড. এস এম জাবেদ আহমদের কাছে এসব বই হস্তান্তর করা হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, এসব বইয়ের মূল্য প্রায় ৭ লাখ টাকা। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে বই প্রদান করায় ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফ দেওয়ানকে ধন্যবাদ জানান।

পছন্দের আরো পোস্ট