সংবাদ শিরোনাম ::
স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে ঢাবি শিক্ষক সমিতির মানববন্ধন

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:১৮:১৭ অপরাহ্ণ, রবিবার, ৬ জুলাই ২০১৪ ০ বার পড়া হয়েছে
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো এবং চাকুরী থেকে অবসরের বয়স সীমা ৬৭ বছর করার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। রবিবার অপরাজেয় বাংলার পাদদেশে এ কর্মসূচী পালন করে তারা।
মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল গঠন এবং অবসরের বয়স সীমা ৬৭ বছর বাস্তবায়নের দাবি জানান। এজন্য তিনি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন অধ্যাপক এস. এম. ইমামুল হক, অধ্যাপক আখতার হোসেন খান, অধ্যাপক গোলাম রব্বানী, অধ্যাপক জিয়াউল হক মামুন, অধ্যাপক ড. মোঃ সেকুল ইসলাম প্রমূখ ।
উল্লেখ্য, দাবী আদায়ের লক্ষ্যে ফেডারেশনভুক্ত সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে আজ যুগপৎ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।