রিয়াদে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের গ্রাজুয়েশন অনুষ্ঠান

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ-রিয়াদ (ইংলিশ শাখা) এর চলতি বছরের গ্রাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়। রিয়াদের বাংলাদেশ দূতাবাসের উপ-মিশন প্রধান মোহাম্মদ আইয়ুব ২০১৪ সালে পাস করা ২৪ শিক্ষার্থীর মাঝে গ্রাজুয়েশন সনদ ও পদক বিতরণ করেন।

school

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান ডক্টর এ এইচ এম সাইফুল্লাহ সাদী ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ-রিয়াদ (ইংলিশ শাখা) এর পরিচালনা কমিটির সদস্য ডাক্তার এ কে এম গোলাম হাসনাইন সোহান, মিজানুর রহমান, মোহাম্মদ মাইনুদ্দিন মজুমদার, সুলতান মোহাম্মদ গিয়াস উদ্দিন, স্কুলের কম্পিউটার বিভাগের প্রধান মশিউর রহমান এবং ইংরেজি শিক্ষক শাইলা রেজাসহ দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা।

বৃটিশ কারিকুলামে আইজিসিএসই ক্যামব্রিজ এবং ইডেক্সেল (লন্ডন) এর অধীনে এ লেবেল পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করায় ১২ জনকে গোল্ড, ৬ জনকে সিলভার এবং ৯ জন শিক্ষার্থীকে ব্রোঞ্চ পদক এবং সনদপত্র দেওয়া হয়।

পছন্দের আরো পোস্ট