সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়াস্থ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এইউবি’র সহযোগিতা চুক্তির আলোচনা

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৪১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০১৪ ০ বার পড়া হয়েছে
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) ভিসি অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক গত ২ জুলাই অষ্ট্রেলিয়াস্থ ২টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এইউবি’র সহযোগিতা চুক্তির আলোচনা শেষে দেশে ফিরেছেন।
সিডনীতে অবস্থিত “University of Western Sydney”এর প্রেসিডেন্ট ও ভিসি অধ্যাপক বারনে গ্লোভার ও পরিচালক, আন্তর্জাতিক অফিস, অধ্যাপক ড. ওয়াই চেন লান এবং “University of Wollongong” এর পক্ষে ডেপুটি ভিসি অধ্যাপক জুঁই এফ ছিছারো ও পরিচালক, আন্তর্জাতিক অফিস, পল ও’হলোরন এ সময় উপস্থিত ছিলেন।
সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা শেষে ড. সাদেককে তারা তাদের নিজনিজ প্রতিষ্ঠানের স্মরণিকা প্রদান করেন।
সঃ সুউ ফয়সাল